BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে স্কুল শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মোঃ রাকিবুজ্জামান,দশমিনা, পটুয়াখালী:

 

 

তিন দফা দাবি আদায়ের দাবিতে পটুয়াখালীর দশমিনায় উপজেলা শিক্ষা অফিসার কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও পূর্ণ দিবস স্কুল শাটডাউন পালন করা হয়েছে।
রোজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায়
উপজেলার শিক্ষা অফিসার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান— বিভাগীয় পদোন্নতি দ্রুত নিশ্চিত করা, অযথা আমলাতান্ত্রিক জটিলতা ও কালক্ষেপণ বন্ধ করা এবং দাবি বাস্তবায়নে দ্রুত প্রজ্ঞাপন জারি করার বিষয়সহ তিন দফা দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন।

অবস্থান কর্মসূচিতে বারবার শোনা যায়— “প্রহসন নয়, চাই দ্রুত প্রজ্ঞাপন; আর নয় তালবাহানা; দাবি মানতে হবে এখনই”— এমন স্লোগান।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিস আহামেদ বলেন,
“সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে আন্তরিক— আমরা সেটি জানি। কিন্তু বিভিন্ন মহলের ষড়যন্ত্র ও টালবাহানার কারণে বিষয়গুলো দীর্ঘায়িত হচ্ছে। আমরা চাচ্ছি দ্রুত প্রজ্ঞাপন জারি করে দাবি পূরণ করে আমাদের আবার পাঠদানে ফিরিয়ে দেওয়া হোক।”

এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু জাফর বলেন,
“আমরা কখনো শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে চাইনি। অথচ বাধ্য করা হচ্ছে। যদি ১১তম গ্রেডসহ মূল দাবিগুলো আগেই মেনে নেওয়া হতো, আমরা আন্দোলনে যেতে বাধ্য হতাম না। এখনো দাবি মেনে নিলে স্কুল বন্ধ থাকলেও আমরা পরীক্ষা নিতে প্রস্তুত।”

তিনি আরও অভিযোগ করেন—
সম্প্রতি আন্দোলনরত বিভিন্ন শিক্ষকনেতাকে শোকজ করা হয়েছে। এমনকি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে নিয়োগ পাওয়া নতুন সহকারী শিক্ষকদেরও শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিনি তাৎক্ষণিক এসব শোকজ প্রত্যাহারের দাবি জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিস আহামেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

আন্দোলনকারীরা জানান— তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »