BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাওসার আমিন হাওলাদারের উঠান বৈঠকে হাজার হাজার জনতা

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

 

আগামী ২৯মে পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ভোটের মাঠ।
আর এরই অংশ হিসেবে চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদারের প্রচারণা উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আলম হাওলাদার প্রধান শিক্ষক আবুল কাশেম মঃ বিঃ ও প্রধান নির্বাচনী সমন্বায়ক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাল্টা আওয়ামীলীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম আনোয়ার হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আলোমগির হোসেন, হুমায়ূন কবির মৃধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ।
এসময় কাওসার আমিন হাওলাদার বলেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দুমকি উপজেলাকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইউরপের আদলে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।তিনি আরো বলেন আমাকে নির্বাচিত করলে দুমকি উপজেলায় বেকারত্বের হার কমিয়ে আনবো ইনশাআল্লাহ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »