BMBF News

দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

২৫
মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর দুমকিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৫।

 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় ” নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” স্লোগান কে সামনে নিয়ে উপজেলা পরিষদ থেকে এক র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটেরিয়ামে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলামের সঞ্চালনায় মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহিন মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা পল্লী সঞ্চায়ক ব্যাংক কর্মকর্তা আল আমিন, প্রেসক্লাব দুমকির নবনির্বাচিত সাধারন সম্পাদক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ কামাল হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পরে রোগী কল্যাণ সমিতি দুমকীর উদ্যোগে উপজেলা হাসপাতালে ভর্তিকৃত দুস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র এবং হ্যান্ডওয়াশ বিতরণ করেন।