BMBF News

দুমকিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

কামাল হোসেন বিশেষ  প্রতিনিধি: 

 

 

পটুয়াখালীর দুমকীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, রাজনীতিবীদ, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী,  ২৪এর জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য,ব্যবসায়ী সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন,  উপজেলা কৃর্ষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র।  দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুমকি উপজেলা শাখার আমির মাও, জালাল আহমেদ খান, গনঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন,  টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ মোঃ জামাল হোসেন,  দুমকি সরকারী জনতা কলেজ এর শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, দৈনিক আমার দেশ, দুমকি উপজেলা প্রতিনিধি,  প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এনজিও প্রতিনিধি  পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির, ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম দূর্জয় প্রমুখ।