BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় নবযোগদানকারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা‘র সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম সহজীকরণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব প্রশাসন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, জামায়াত আমীর মাও: মো: জালাল উদ্দিন, ইসলামী আন্দোলনের মাও: আবদুল রব, প্রেসক্লাব দুমকির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক প্রকৌ.কামাল হোসেন, পীরতলা বাজার বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন, নতুন বাজার সমিতির সাধারন সম্পাদক সহিদ সরদার স্থানীয় গণমাধ্যমকর্মী, দপ্তরপ্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিতরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান–সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত করতে ভোট কেন্দ্রগুলো প্রস্তুত কর, উপজেলার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সবাই একমত হন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »