BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ২ হাজার আসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান 

ওবায়দুর রহমান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

 

পটুয়াখালীর দুমকিতে হিলফুল ফুযুল সেবা সংঘের উদ্যোগে ২ হাজার আসহায় পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা ও যাকাত কার্যক্রম  অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১মার্চ) সকাল ৯ টায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে হিলফুল ফুযুল সেবা সংঘের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বশীর আহামেদ তালুকদার এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায় , বশীর আহামেদ তালুকদার বিগত দিনে বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পরিবারকে চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, লবণ, সাবান এছাড়াও শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির,দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক
সহীদ সরদার ,মাওলানা সগির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »