মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির মাও, জালাল আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ্, পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাও. আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্যানেল উন্তাজ তালিমুল কোরআন বিভাগ, মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ্ আনসারি, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ফেয়ার ইউনাইটেড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, দুমকি উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তারেক, বাংলাদেশ ইসলামী আন্দোলন দুমকি উপজেলা শাখার সেক্রেটারি মাও, মাহবুব হোসেন, গনঅধিকার পরিষদ, দুমকি উপজেলা আহবায়ক মুন্না জহির, দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন, ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সিনিয়র অফিসার আবদুর রাজ্জাক, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন প্রমুখ। দুুমকি উপজেলা জামায়াতে ইসলামী, তরবিয়ত সেক্রেটারি মাও. মোহাম্মদ আলতাফ হোসাইন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান ফোরকান,চরামদ্দি খান ফজলে রব চৌধুরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও, আলমগীর হোসেন, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, আমীর হোসেন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর জব্বার, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দুমকি উপজেলা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন এর সহ সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা জামায়াত ইসলামী বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সহাস্রাধীক মানুষ উপস্থিত ছিলেন।