BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে মোঃ রাকিব হাওলাদার (১৯)কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে, এস‌আই মনিরুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার রাজাখালী গ্রামের গাবতলী বাজার এলাকার বশিরের দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে রাকিব হাওলাদার কে ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। রাকিব দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৬ তারিখ ০৫/১০/২৩ইং।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »