BMBF News

দুমকীতে সরকারি জনতা কলেজে পরিচিতি সভাকে কেন্দ্র করে ছাত্রদল -ছাত্রলীগ সংঘর্ষ

৯৬
দুমকি  প্রতিনিধি (পটুয়াখালী):

 

পটুয়াখালীর দুমকী সরকারি জনতা কলেজ কর্তৃক আয়োজিত পরিচিতি (নবীন বরণ) ক্লাস অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের কমপক্ষে ৩ জন নেতাকর্মী আহত হয়েছে। সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন
ঘটনার সাথে জড়িত পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে।
সূত্রে জানা গেছে রোববার(৮ অক্টোবর) পরিচিতি ক্লাস অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব মূহুর্তে সকাল ১০টার দিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেয় উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন ও নাইম মৃধা’র নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করলে ছাত্রলীগ গেট আটকানোর চেষ্টা করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালালে ছাত্রলীগের দু’জন আহত হন। আহতেরা হলেন- ডিগ্রি ২য় বর্ষে পড়ুয়া আবু সুফিয়ান সুধা(২০) ও ডিগ্রি ১ম বর্ষে পড়ুয়া আবু নাইম হাওলাদার(২০)। গুরুতর জখম অবস্থায় তাঁদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, যেহেতু এ ঘটনায় আমাদের দু’জন নেতাকর্মী আহত হয়েছেন, আমাদের দুমকী থানায় একটি লিখত অভিযোগ দাখিল করার প্রক্রিয়া চলছে।
অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্নভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি আছি।
ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আঃ লতিফ হাওলাদার বলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।