দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।
মঙ্গলবার, দেশটির একটি তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে।
সামরিক আইন জারির বিষয়টি নিয়ে তদন্তকারীদের অনুরোধে, এ গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদিত হয়। দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই-র্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও) জানিয়েছে, এটি ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। যদি এটি প্রয়োগ করা হয়, তবে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হতে পারে।
এটি দক্ষিণ কোরিয়ায় কোনো বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা।
অভিশংসিত হওয়ায় ইউনের স্থানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা থাকলেও, জটিল আইনি প্রক্রিয়ার কারণে তিনি প্রেসিডেন্ট পদে থাকতে থাকবেন।
সূত্র: বিবিসি