BMBF News

পটুয়াখালী বাউফলে কৃষক দলের নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বশির কাজির ওপর হামলার প্রতিবাদে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষক দলের নেতাকর্মী এবং এলাকার সাধারন জনগন।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধায় উপজেলার বগা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বগা বাজার এলাকায় সড়কে দলের নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বগা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মাসুদ শিকদার বলেন, গত ২৩ নভেম্বর রোববার বগা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বশির কাজীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বশির কাজী এখন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তিনি আরও বলেন, বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান (আনিস ফকির) ও তার অনুসারীরা বশির কাজীকে পিটিয়ে গুরুতর আহত করে।


অভিযুক্ত বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিস ফকির বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কালে বিএনপির দুই গ্রুপে কথা কাটাকাটি হয়েছে জানি। হামলা হয়েছে এমন ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। তিনি আরো বলেন আমি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার এর রাজনীতি করি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে জড়ানো হয়েছে এই ঘটনা মিথ্যা এবং ভিত্তিহীন।