মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের বৃহৎ ও আধুনিক সেনানিবাস হিসেবে পটুয়াখালী জেলার পায়রা নদীর পাশে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস এর নাম পরিবর্তন করে “পটুয়াখালী সেনানিবাস” নাম করনের দাবীতে ঢাকা পটুয়াখালী মহাসড়কের ইউনিভার্সিটি স্কয়র লেবুখালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নাহিয়ান, নির্বাহী সদস্য এ্যাডভোকেট সাইদুর রহমান খান, জেলা বিএনপির সদস্য আব্দুল মালেক মৃর্ধা, উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহ্উদ্দিন রিপন, লেবুখালী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান আশ্রাফ, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, উপজেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, লেবুখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ বশির উদ্দিন খান বক্তব্য রাখেন।
দুমকি উন্নয়ন ফোরাম এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান শরীফ এর পরিচালনায় এ মানববন্ধনে বক্তারা বলেন
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পটুয়াখালীর লেবুখালীতে ১৫৩২ একর জমির ওপর দেশের ৩১ তম এই সেনানিবাস উদ্বোধন করা হয়। উক্ত জমির দাগ, খতিয়ান, মৌজা সব কাগজপত্রে লেবুখালী, পটুয়াখালী লেখা। তবে আংশিক কিছু অংশ বরিশাল জেলার মধ্যে পরেছে। ভৌগোলিকভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ যেহেতু পটুয়াখালী জেলাধীন, এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নের নাম উল্লেখ করা হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা এ দাবী আদায়ের লক্ষ্যে ১৫ ই মার্চ থেকে ২৫শে মার্চ প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালীর সিনিয়র সিটিজেন নাগরিকদের পদচারণার মাধ্যমে জোরালো তদবির, ২৬ শে মার্চ বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ এর ঘোষনা দেন।