BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী-১ আসনে এবিপার্টির ডা. ওহাব মিনারের মনোনয়ন পত্র সংগ্রহ

পটুয়াখালী প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি’র মনোনীত পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব:) ডা. আব্দুল ওয়াহাব মিনার এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী কামাল হোসেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী জেলা নির্বাচন অফিসার মোঃ ওহিদুজ্জামান মুন্সী’র নিকট থেকে এ মনোনয়ন পত্র গ্রহন করা হয়।  মনোনয়ন পত্র গ্রহন শেষে সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন উপস্থিত সাংবাদকদের বলেন ৭১এর চেতনা বিক্রি করে অনেকেই রাজনীতি করে কিন্তু ৭১এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনীতিবীদরা প্রতিষ্ঠা করার চেষ্টাও করে নাই।  সংবিধানের উল্লেখিত “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার”  নিশ্চিত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে  এবিপার্টি কাজ করে যাচ্ছে।  ৭১এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র-জনতার বিপ্লবে জনগনের আশা আকাঙ্খাকে ধারন করে তা বাস্তবায়নে    এবিপার্টি  রাজপথে সদা জাগ্রত থাকবে।  তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরেপক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ অবশ্য আমাদের পক্ষে রায় দিবে। এসময় উপস্থিত ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলা সহকারী সদস্য সচিব মোঃ মুশফিকুর রহিম মনির, সদস্য জাকির হোসেন,  আবু হানিফ জয়, মোসাঃ হাফিজা বেগম ও মোসা আসমা আক্তার।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »