কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে পটুয়াখালী -১ আসনের প্রার্থী ও এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ।
বৃহস্পতিবার ( ০১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সিনিয়র সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল ওহাব মিনার বলেন, দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট প্রদান করতে পারেনাই, পটুয়াখালী ১ আসনের জনগণ ভোট প্রদান করার জন্য উন্মুখ হয়ে আছে। আশা করি আসন্ন নির্বাচনে আমাদের পক্ষে অনেক ভালোভাবে জনগনের অভিপ্রায় দেখতে পাব।