BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় তিনি এ দাবি জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিমদি লঞ্চঘাট বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ। তিনি বলেন, শহিদুল আলম দীর্ঘদিন দলের দায়িত্বে ছিলেন না এবং বাউফলের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করা উচিত।

তিনি আরও জানান, বাউফলে ধানের শীষের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে; তাই সৎ, যোগ্য ও তৃণমূলের গ্রহণযোগ্য এমন কাউকে মনোনয়ন দেওয়ার দাবি করেন। পলাশ বলেন, রাজপথে সংগ্রাম করা নেতাকর্মীদের মতামতই বিএনপির আসল শক্তি।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সবাই জাতীয় নির্বাচন ঘিরে দলের ঐক্যের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর শহিদুল আলম তালুকদারকে বাউফলে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। তার অতীত রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলমান।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -