BMBF News

পবিপ্রবিতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উৎযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টবর) সকাল সাড়ে ১০ টায় পবিপ্রবি কৃষি কনফারেন্স কক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রফেসর এম. জহুরুল হকের সভাপতিত্বে ও প্রফেসর ড. আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার মোঃ আব্দুল লতিফ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ডা. দেলোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির
কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন হোসেন প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয় ও সৃজনী বিদ্যানিকেতনের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।