মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স জানান, ১ জানুয়ারী ২০২৫ (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে পবিত্র আল কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অনুষদের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। সঞ্চালক নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও হলের প্রোভোস্টদের সাথে পরিচয় করিয়ে দেন। প্রক্টর প্রফেসর আবুল বাশার খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিবিধান ও নিয়মকানুন তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীদের সামনে।
ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ।
আলোচনা সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে ভর্তিযুদ্ধে জয়ী নবীনদের উদ্দেশ্যে বলেন, “আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে করে তোমরা তোমাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের জন্য কাজ করে যেতে পার।
তিনি আরও বলেন, “তোমরা নবীন তোমাদেরকে সততার চর্চা করতে হবে। তোমাদেরকে সৎ এবং দায়িত্ববান হয়ে দেশের সেবা করতে হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়।
প্রবিনদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের শিক্ষার্থী ও সাংবাদিক মারিফুল আলম রিমন, তিনি তার বক্তব্যে র্যাগিং ও মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন তা নবীনদের অবহিত করেন। তিনি র্যাগিংসহ নবীনদের যে কোন সমস্যায় সাংবাদিক সমিতির কাছে জানালে তারা তাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে বলে জানান।
সভায় অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।