ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন। একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং অনুপস্থিত থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীরা ওয়াশরুম ব্যবহার ও অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাঁকে গালমন্দ করেন এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যে গ্লাস ছুড়ে মারেন।
পিবিআই তদন্ত শেষে ২০২৩ সালের এপ্রিলে প্রতিবেদন জমা দেয়, যেখানে পরীমনি ও জুনায়েদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
পরীমনির বিরুদ্ধে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও বিচারাধীন রয়েছে, যা ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া, সাভার থানায় করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে পরীমনির আইনজীবীরা এই মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।