BMBF News

পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি : আসিফ মাহমুদ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদ মিছিল আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৬ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।”

তিনি আরও লেখেন, “মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?”

এর আগে গত রোববার (২৩ মার্চ) ঢাকায় নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রাজধানীর উত্তর অঞ্চলের জন্য আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ঈদের নামাজ শেষে ঐতিহ্যবাহী সুলতানি ও মোঘল আমলের রীতি অনুযায়ী ঈদ আনন্দ মিছিল বের হবে। এছাড়া ঈদ উৎসবকে আরও প্রাণবন্ত করতে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ঈদকে নতুনভাবে উদযাপন করতে চাই। সামষ্টিক ঈদ আয়োজন ক্রমশ ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে সীমিত হয়ে যাচ্ছে। আমরা চাই, সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।”

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও উত্তর ঢাকার অনেক বাসিন্দার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না। তাই উত্তর সিটির উদ্যোগে আলাদা ঈদ জামাত ও মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে দক্ষিণ ঢাকার লোকজনও অংশ নিতে পারবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঈদের দিন সকাল ৮টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিশাল এই মাঠে কয়েক লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও থাকবে।

ঈদ আনন্দ মিছিলে ঐতিহ্যবাহী হাতি, ঘোড়া ও ব্যান্ড পার্টির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আগামী বছর থেকে এই আয়োজন আরও বড় পরিসরে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।