BMBF News

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ হলে শৃঙ্খলার ব্যতিক্রম ঘটানোর অভিযোগে ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচের এই এসআইদের শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর) প্রথমে ১০ জন এবং শুক্রবার (২৫ অক্টোবর) আরও ৪৯ জন এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ নোটিশে স্বাক্ষর করেন। তবে, এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য না করে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার সাথে কথা বলার পরামর্শ দেন একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভূঁঞা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর জানান, বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন, তবে পরে তথ্য জানানো হবে।

এর আগে নাশতা নিয়ে হইচইয়ের ঘটনায় ৪০তম ব্যাচের ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় ওই এসআইদের অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে এসআই পদে ৮২৩ জনকে প্রশিক্ষণের জন্য সারদায় পাঠানো হয়, এবং নভেম্বরের প্রথম সপ্তাহে তাদের কর্মস্থলে যোগদানের কথা ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এসআই নিয়োগ নিয়ে বিএনপি প্রশ্ন তোলে এবং পুলিশের নিয়োগ বাতিলের দাবি জানায়। ২০ অক্টোবর কুচকাওয়াজ স্থগিত এবং ২১ অক্টোবর ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার খবর আসে।