BMBF News

পুলিশ সুপার থেকে ডিআইজি পদে ৬৫ জনের রদবদল

সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল অব্যাহত রয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলামকে বদলি করে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এবং এপিবিএন এর ডিআইজি আবুল বাশার তালুকদারকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আহম্মদ মুঈদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এর আগে তাকে র‌্যাবের পরিচালক হিসেবে বদলি করা হলেও, সেখানে যোগদানের আগেই নতুন আদেশে তাকে পুলিশ সদরে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে আরও চার অতিরিক্ত ডিআইজির আগের বদলির আদেশ বাতিল করে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

এর আগেও সোমবার একজন অতিরিক্ত আইজিপি এবং পাঁচজন পুলিশ সুপারকে বদলি করা হয়। একই দিনে দুজন পুলিশ সুপারের আগের বদলির আদেশ বাতিল করা হয়।

সরকার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে পুলিশ বাহিনীতে একাধিক দফায় বড় রদবদল হয়েছে। গত ২০ নভেম্বর নতুন আইজিপি বাহারুল আলম দায়িত্ব গ্রহণের পর থেকে এ ধরনের রদবদলের ঘটনা বাড়ছে।

নতুন আইজিপির অধীনে পুলিশের বিভিন্ন শাখায় কাঠামোগত সংস্কার এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এ রদবদল করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।