BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রেমিকের সঙ্গে ফোনে বাক বিতণ্ডায় সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা প্রেমিকার

মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন এক কলেজছাত্রী (প্রেমিকা)। রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পায়রা সেতুতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী। লেবুখালী সেনানিবাসের সেনা সদস্যদের সহায়তায় জেলেদের নৌকা দিয়ে তাকে উদ্ধার করে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জের ধরে অভিমানে তিনি এ আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেয়েটি ঘুমের ঔষধ খেয়েছিলো বর্তমানে অচেতন অবস্থায় আছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -