BMBF News

বড়াইগ্রামে কাঁচারাস্তা নির্মাণে অবৈধ ভেকু, মাটিচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কাঁচা রাস্তা নির্মাণে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনের খোঁড়া গর্তে মাটি ধসে পড়ায় দুই শিশু মাটিচাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় মুক্তাকিম হোসেন (১০) নামের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া অপর শিশু শাকিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিলগরিলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তাকিম খাকশা পশ্চিমপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলামের ছেলে। আহত শাকিব একই গ্রামের আবু তাহেরের ছেলে। তারা দু’জনই খাকশা বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা জহুরুল ইসলাম জানান, শিক্ষক ধর্মঘটের কারণে ক্লাস না থাকায় মুক্তাকিমসহ কয়েকজন শিশু রাস্তা নির্মাণে ব্যবহৃত ভেকু দেখতে যায়। সেখানে গর্তের পাড়ে দাঁড়ালে আকস্মিকভাবে মাটি ধসে পড়ে এবং দু’জন শিশু গর্তে মাটিচাপা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মুক্তাকিম মারা যায় এবং শাকিবকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য ও কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ারসেল হোসেন বলেন, কাজটি কাবিটা কর্মসূচির আওতায় শ্রমিক দিয়ে করার নিয়ম থাকলেও সেখানে ভেকু ব্যবহার করা হয়। বৃষ্টির কারণে গর্তের পাড় নরম হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। তবে ভেকু ব্যবহারের যৌক্তিকতা সম্পর্কে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি তিনি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।