BMBF News

বাউফলে ডিবি’র অভিযানে ইয়াবা, দেশীয় মদসহ গাঁজা উদ্ধার

১৫
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর বাউফলে গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় মদ-ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডজনখানেক মাদক মামলার আসামী মোঃ লিটন খন্দকার (৪০) পালিয়ে গেছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বুধবার(২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পলাতক আসামী মোঃ লিটন খন্দকার (৪০) এর বসত ঘরের সামনে থেকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৬,০০০/-(ছাব্বিশ হাজার) টাকা এবং ০৫(পাঁচ) লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা এই বাংলাদেশকে বলেন, পলাতক আসামীর বিরুদ্ধে বাউফল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে চলমান।