BMBF News

বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে ১০ দিনের কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯৭৫ সালের এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল, যা সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব হিসেবে পরিচিত। বিএনপির আমলে এ দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৮ নভেম্বর) ঢাকায় বিশাল র‌্যালি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপি জানিয়েছে, তাদের দলীয় প্রধান হিসেবে জিয়াউর রহমানকে স্মরণ করে এবারের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি-জনতা দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের শপথ নিয়ে রাজপথে নেমে এসেছিল।”

অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে এখনও গণতন্ত্রের পূর্ণ বিকাশ হয়নি। নাগরিক স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিএনপির কর্মসূচি এ দিনটি কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিগুলোর একত্রিত হওয়ার আহ্বান জানায়।