জনগণকে বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন দলকে গ্রহণ করবে বা বর্জন করবে, সেই রায় দেবে নির্বাচনের মাধ্যমে জনগণের আদালত। তবে যারা এই রায়ের মুখোমুখি হতে ভয় পায়, তারাই বিভ্রান্তি সৃষ্টি করে।”
দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে, সেই বিশ্বাস রাখুন। নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।”
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকুন। জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণআন্দোলনের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
সংস্কার ও নির্বাচন-
তারেক রহমান বলেন, “বিএনপি মনে করে রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একই সঙ্গে নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে কার্যকর পন্থা।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে মানবাধিকার বা সংস্কার কোনো কিছুই টেকসই হয় না।”
ছাত্রদলকে লেখাপড়ার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “তোমাদের প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া। শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হও। জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।”
ষড়যন্ত্র নিয়ে সতর্কবার্তা-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের সংকট সমাধানের একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। তবে চক্রান্তকারীরা বারবার অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে বিএনপি জনগণের আস্থা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।”
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।