বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
বিকেল থেকে অনেককে হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে মিছিল করতে দেখা গেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান এলাকার প্রস্তুতি প্রায় শেষ। সোমবার রাতে সরকারের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দফায় দফায় বৈঠক ও নাটকীয়তার পর গভীর রাতে সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার শহীদ মিনারে পূর্ব-ঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে না বলে জানানো হয়। তবে, সারাদেশের ছাত্র জনতা ও নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ করা হয়।
গভীর রাতে কর্মসূচি ঘোষণার ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা কিছুটা দেরিতে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। কিছু শিক্ষার্থী ঘটনাস্থলেই অবস্থান নিয়েছেন, এবং অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাৎক্ষনিকভাবে অবস্থান নিয়েছেন।