বাংলাদেশের পলিসি ও সিদ্ধান্ত বিদেশি কোনো প্রেসক্রিপশনে পরিচালিত হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “মোদি কিংবা কোনো পশ্চিমা দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বরং দেশ চলবে ছাত্র ও জনতার চাহিদা অনুযায়ী।” এ সময় সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে মোদির পরামর্শে নির্বাচনের কথা বলার বিষয়ে তিনি তার বিরোধিতা করেন।
এছাড়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, “মির্জা আব্বাস সাহেব তার বক্তব্যে প্রজন্মভিত্তিক কনফ্লিক্ট তৈরির চেষ্টা করেছেন।” তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও ত্যাগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমাদের জন্য এই সংগ্রাম নতুন কিছু নয়, তবে আমাদের ত্যাগের গুরুত্ব অনেক।”
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা যেমন সমন্বয়ক সারজিস আলম, ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সানসহ অনেকে উপস্থিত ছিলেন।