BMBF News

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

২২
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

 

 

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের উদোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের পূর্বে থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের শুভসুচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তলন, সকাল ১০ টায় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ। উপজেলা চত্তরের শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছেন দুমকি উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার, এ সময় শহিদ মিনারে আরো পুস্পমাল্য অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুমকি উপজেলা শাখা, সরকারী জনতা কলেজ, বিএম মহিলা কলেজ, ল্যুথারন হাসপাতাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ এর অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সকাল ১১টায় দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের পরিবারের সদস্যদের সম্বর্ধিত করা হয়।
জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে মসজিদ মন্দির অন্যান্য উপসানালয় দোয়া ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত / বে-সরকারী প্রতিষ্ঠান সমুহে আলোকসজ্জা করা হয়েছে।