যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
সেনাপ্রধান গত ১৫ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস এবং ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন এবং মিশনে বাংলাদেশি প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এরপর সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের পেন্টাগনে সেনাপ্রধান জেনারেল র্যান্ডি এ জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শান্তিরক্ষা মিশন, প্রশিক্ষণ, এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।
কানাডায় সেনাপ্রধান কানাডিয়ান ডিফেন্স স্টাফের ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর কেলসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, কানাডার স্ট্যান্ডিং কমিটির সদস্য সালমা জাহিদ ও কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে সেনাপ্রধান বিভিন্ন বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও শান্তিরক্ষায় তাদের অবদানের বিষয়ে আলোচনা করেন।