BMBF News

রাজারহাটে ছাত্রলীগ নেতা বাঁধন গ্রেপ্তার

রাজারহাট  প্রতিনিধি, কুড়িগ্রামঃ

 

 

কুড়িগ্রামের রাজারহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মেজবাহুল হাসান বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. মেজবাহুল হাসান বাঁধন চাকিরপশার ইউনিয়নের পদ্মানটারী গ্রামের মো. আলম মিয়ার ছেলে। তিনি রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

রাজারহাট থানা পুলিশের ওসি রেজাউল করিম রেজা। বিষয়টি নিশ্চিত করে বলেন,বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা বাঁধনকে পুলিশ গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববার (২৯ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।