মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ তম দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ সামীমুজ্জামান, যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সদস্য সচিব সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, দুমকি উপজেলা জামায়েত ইসলামী’র আমির মাও জালাল আহমেদ খান, বিদ্যালয়ের জমিদাতা সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল লতিফ প্যাদা, মোঃ ইদ্রিস হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক গাজী সাহজাহান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন , মুহাম্মদ ছিদ্দিকুর রহমান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কবির শরীফ। দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ে ভাড়ানি খালের উপর ব্রীজ নির্মান করে শিক্ষার্থীদের আসা-যাওয়া দূর্ভোগ লাগবে কাজ করার অঙ্গিকার করেন।