BMBF News

শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী: কবরে শ্রদ্ধা, বাড়িতে মানুষের ঢল

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার স্মরণে দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা জানাতে সেখানে মানুষের ঢল নামে। রংপুর জেলা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে আবু সাঈদের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করেন। উপস্থিত নেতারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না এবং তার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।

এদিকে, জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‍্যালিতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মরণে ‘আবু সাঈদ তোরণ’ ও একটি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্বর’ নামক স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া ও মিলাদ মাহফিল।