BMBF News

শাহবাগের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগের বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এলাকা থেকে একদল শিক্ষার্থী মিছিল বের করেন, যা পরে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ২০১৩ সালে গঠিত ‘গণজাগরণ মঞ্চের’ অন্যতম মুখ লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তারা ‘শাহবাগের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘ল-তে লাকি, তুই রাজাকার’সহ একাধিক স্লোগান দেন।

এর আগে সন্ধ্যায় ধর্ষণের বিরুদ্ধে এক কর্মসূচিতে লাকি আক্তারের উপস্থিতি দেখে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং মিছিল বের করেন। তারা বলেন, শাহবাগের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এবং নতুন করে তা হতে দেওয়া হবে না।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, “পুলিশের মধ্যে অনেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে, তবে শাহবাগীদের গ্রেপ্তার করা জরুরি।”

অপর শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, “গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হয়েছিল, যা আর ফিরিয়ে আনার চেষ্টা সফল হবে না।”