BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাংবাদিককে বাসা থেকে ডেকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের শম্ভুগঞ্জে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম।

নিহত স্বপন ভদ্র (৫৫) শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে এবং তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাগর মিয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর একই এলাকার বাসিন্দা এবং বাবুল মিয়ার ছেলে। তাকে মাদকাসক্ত বলে উল্লেখ করেছে পুলিশ।

নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্র বলেন, “সকালে সাগরসহ তিনজন স্বপন ভদ্রকে বাসা থেকে ডেকে বের করেন। বাইরে আসার পর সাগর তার হাতে ধারালো দা দিয়ে আঘাত করে, এতে তার বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। জীবন বাঁচাতে পালাতে গিয়ে তিনি পড়ে গেলে সাগর ঘাড়, পিঠ ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সফিকুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের পর সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে।”

এ ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »