হঠাৎ করেই বড় ধরনের সার্ভার বিপর্যয়ের কবলে পড়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট। আজ আড়াইটার পর থেকে সোয়া তিনটা পর্যন্ত দেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং বিডিনিউজ২৪-সহ বেশ কয়েকটি পোর্টালে প্রবেশ করতে পারছেন না পাঠকরা।
ব্যবহারকারীরা জানিয়েছেন, ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে ‘500 Internal Server Error’ বার্তা ভেসে উঠছে। এরর মেসেজের নিচে ছোট করে ‘cloudflare’ লেখা দেখা যাচ্ছে। যা থেকে ধারণা করা হচ্ছে- বিশ্বখ্যাত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) এবং নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ‘ক্লাউডফ্লেয়ার’ (Cloudflare)-এর কোনো বড়সড় কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে।
পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝা যাচ্ছে ওয়েবসাইট পর্যবেক্ষক বা চেকার সাইটগুলোর অবস্থা দেখে। সাধারণত কোনো ওয়েবসাইট ডাউন কি না, তা যাচাই করার জন্য জনপ্রিয় আন্তর্জাতিক মাধ্যম ‘ডাউন-ডিটেক্টর’ (DownDetector) এবং এর বাংলা সংস্করণেও প্রবেশ করা যাচ্ছে না। সেখানেও একই ধরনের এরর বার্তা প্রদর্শিত হচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, গ্লোবাল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার বা ক্লাউডফ্লেয়ারের কোনো আঞ্চলিক সার্ভারে বড় ধরনের সমস্যার কারণে বাংলাদেশ থেকে এই সাইটগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। যেহেতু সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি মনিটরিং সাইটগুলোও একই সাথে অচল, তাই এটি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের সমস্যা নয় বরং একটি সামষ্টিক নেটওয়ার্ক বিপর্যয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে বা ক্লাউডফ্লেয়ার থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।