৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নবনিয়োগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩০ ডিসেম্বর নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বাদ পড়া প্রার্থীরা সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে পুনর্বিবেচনার দাবি জানান।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-চরিত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতির কারণে ২৬৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়। তবে ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে। পুনর্বিবেচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত।