মেহেদী হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলা স্কাউটস এর উদ্যোগে উপজেলাধীন সকল প্রাথমিক বিদ্যালয় কাব এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দল গঠন ও পরিচালনা বিষয়ক ১দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি দুমকী উপজেলা স্কাউটস মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপদেষ্টা দুমকী উপজেলা স্কাউটস ড.হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও সহ-সভাপতি দুমকী উপজেলা স্কাউটস কাজী মনিরুজ্জামান রিপন, বাংলাদেশ স্কাউটস
পটুয়াখালী ও বরগুনা জেলার আঞ্চলিক উপ-পরিচালক ও প্রশিক্ষক শাকিলা ইয়াছমিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাব লিডার মোঃ আব্দুল কাইয়ুম। উপজেলা স্কাউটস কমিশনার আ: খালেক হাওলাদার, সম্পাদক মোঃ বশিরুল আলম, স্কাউট লিডার মোঃ জাহিদুল ইসলাম ও কাব লিডার মোঃ নুরুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী উক্ত ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।