BMBF News

ফরিদপুরে অ্যালকোহলের বিষক্রিয়ায় ২ কলেজ ছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান।

মাগুরা ও ফরিদপুর জেলার এই দুই তরুণী ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান প্রথম বর্ষ ও ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তারা শহরে বাড়ি ভাড়া করে থাকতেন।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তারা দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন। রাত ১০টার পর বাসায় ফেরার পর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।

তাদের সঙ্গে থাকা এক নারী জানান, শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনেরই মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের তথ্য মতে, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত স্পিরিট জাতীয় কোনো তরল পান করেছিলেন। ডেথ সার্টিফিকেটে অ্যালকোহল পয়জনিংয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হবে বলে জানিয়েছেন তিনি।