তিন দিনের মধ্যে ঢাকা মহানগরী এলাকা থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
রিটকারির আইনজীবী তাহমিনা তাসনিম মৃদু জানান, “আদালত ঢাকার মহানগরী এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।”
একইসঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
রুলের জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সরকার সচিব, জ্বালানি সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ জনকে। আদেশটি কার্যকর করতেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে।