BMBF News

ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানি এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে লারিজানি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পরিকল্পনার ইঙ্গিত দেন।

গত ২৬ অক্টোবর ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের বিভিন্ন স্থাপনায় তিন দফা হামলা চালায়। এই হামলা ইরানের দ্বারা ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ হিসেবে চালানো হয়।

ইসরায়েলের আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইতিপূর্বেই জানিয়েছিল ইরান। তবে এবার তা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আলি লারিজানি। যদিও তিনি ইরানের পরিকল্পনার বিস্তারিত কিছু জানাননি।

ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন শঙ্কার সৃষ্টি করছে। ইরানের প্রতিক্রিয়া কেমন হবে এবং এটি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।