ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”
আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম স্থান ত্যাগ করে বলে জানান ওসি মাসুদ।
শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন গত বুধবার ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। পরদিন লুটপাটের পাশাপাশি সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্না ও জেয়াফতের আয়োজন করা হয়।
ভবনের ধ্বংসস্তূপ থেকে রড, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ হাতুড়ি দিয়ে রড বের করেছেন, আবার কেউ মাটি খুঁড়ে তার বের করে নিয়েছেন।
এ ঘটনায় শুধু রাজধানী নয়, সারাদেশে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরালসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর এবং দলীয় কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।