BMBF News

যুবতী স্ত্রী নিখোঁজে ভেঙে পড়েছেন ষাটোর্ধ স্বামী, ১০ দিনেও অন্ধকারে পুলিশ

গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী এক নারী। নিখোঁজের ঘটনায় স্বামী ষাটোর্ধ বাহার উদ্দিন বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ১০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সেলিনা খাতুন (২৯) সাতক্ষীরা সদর থানার মাগুড়া এলাকার ইবাদুল ইসলামের মেয়ে। তিনি স্বামী বাহার উদ্দিনের সঙ্গে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

বাহার উদ্দিন জানান, সেলিনা তার দ্বিতীয় স্ত্রী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। গত ১৬ মে (শুক্রবার) সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, “স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না, খাওয়া-দাওয়া কিছুই করতে পারছি না। ওর কোনো শত্রু নেই, এমন হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারছি না। এখনো কেউ কোনো খবর দেয়নি, পুলিশও কিছু জানাতে পারেনি।”

বাসন থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সেলিনা খাতুন চান্দনা চৌরাস্তা এলাকা থেকেই নিখোঁজ হন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সেলিনাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন ভুক্তভোগী স্বামী।

এ ঘটনায় এলাকাবাসী ও সেলিনার পরিবারের সদস্যরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।