BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন

 কামাল হোসেন বিশেষ  প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকিতে ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।

 

সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদের বিপরীতে লেবুখালী বাউফল মহাসড়কের পাশে মনপুরা আইটি সেন্টর সরকার অনুমোদিত  ভূমি সেবা কেন্দ্র হিসাবে শুভ উদ্বোধন করা হয়।
মনপুরা আইটি সেন্টার এর স্বত্বাধিকারী রুবেল হাওলাদারের সভাপতিত্বে এ
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মনিরুল ইসলাম,  কানুনগো বিশ্বজিৎ সাহা, সাংবাদিক কামাল হোসেন, লেবুখালী ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, এখন থেকে এই ভূমি সেবা কেন্দ্র হতে সরকারি নির্ধারিত ফি এর মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা দেয়া হবে। নামজারি, মিসকেস, সংশোধনীর আবেদন অনলাইনে উক্ত সেবা কেন্দ্র থেকে করা যাবে। আমরা চাই সরকারি সেবা যেন মানুষের কাছে সহজ হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -