BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে নবদিগন্ত ক্লাবের উদ্দেগে সর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নব দিগন্ত ক্লাবের সৌজন্যে ডে-নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের ৪৮ নং সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে ও সাইফুল ইসলাম, মুছা খান, জাবের মাহমুদ, ইলিয়াস, আজিজুল, তুহিন, ফয়সাল, মিরাজ, জিসান এর আয়োজনে খেলাটি পরিচালিত হয়।

উক্ত খেলায় নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান বলেন, বর্তমান যুগে যুবসমাজ ঘরকুনো হয়ে যাচ্ছে এবং আস্তে মাদকাসক্তি, অনলাইন জুয়ার সহ সমাজের বিভিন্ন অবক্ষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই আসক্তি থেকে যুবসমাজকে বের করে আনতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। খেলাধুলা যেমন আমাদের সরীরকে সুস্থ রাখে তেমনি আমাদের মন কে রাখে প্রফুল্ল। তাই আমি মনে করি আমাদের সমাজের সবাইকে খেলাধুলায় এগিয়ে আসার জন্য অহবান করছি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »