কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাতকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান ও সাধারন সম্পাদক আল-আমীন সহ কমিটির সদস্যরা অধ্যক্ষ প্রফেসর আজিমুল্লাহকে তার অফিস কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা শেষে সাধারন সম্পাদক আল-আমীন উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ” কয়েক বছর পর সরকারী জনতা কলেজ শাখা কমিটি দেওয়া হয়েছে, আমরা আজকে এ কমিটির পক্ষ থেকে অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করার প্রোগ্রাম করেছি। আমরা সাড়ে ১০টায় এসে দেখি মেইন গেটে তালা মেরে রাখা হয়েছে।
এ বিষয় অধ্যক্ষ প্রফেসর আজিমুল্লাহ বলেন গত ২সপ্তাহ থেকে আমরা ডিজিটাল উপস্থিতি কাউন্ট শুরু করেছি। ক্লাশ শুরুর পরই মেইনগেট তালাবদ্ধ করা হয়।