ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মসজিদগুলোতে লাউড স্পিকারের ব্যবহার বন্ধ করতে এবং আজান সম্প্রচার ঠেকাতে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় পুলিশ মসজিদে প্রবেশ করে স্পিকারের সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবে। লাউড স্পিকারে আজান দেওয়া হলে জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।
উগ্রপন্থী নেতা বেন গিভির এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, “লাউড স্পিকারে আজানের শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য সমস্যা তৈরি করছে। এটি বন্ধ করতে পারায় আমি গর্বিত।”
ইসরায়েলের বিরোধী নেতারা এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন। লেবার পার্টির গিলাদ কারিভ বলেছেন, “বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। তার কাজ দাঙ্গা উস্কে দেওয়ার মতো। এ ধরনের সিদ্ধান্ত সংঘর্ষের কারণ হতে পারে।”
হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি বলেছেন, “এই নির্দেশনা বেন গিভিরের আরবদের প্রতি বিদ্বেষের পরিচায়ক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই ঘটনার জন্য দায়ী।”
বেন গিভিরের এমন সিদ্ধান্ত দেশটিতে আরব ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। আজানের ওপর এই নিষেধাজ্ঞা দেশটির ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের ওপর আঘাত বলে মত দিয়েছেন সমালোচকরা।