BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলন মেলা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

 

 

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মহা-মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল ৯জুন-২০২৫।”এসো মিলি প্রানের টানে,সম্প্রীতির বন্ধনে” স্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলন মেলা।এই মহা মিলন মেলায় এসএসসি-৯৫ ব্যাচের সকল বন্ধু,বান্ধবীরা ফ্যামিলি নিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলো।

সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন ১৯৯৫ সালে অনুষ্ঠিত হালসা মাধ্যমিক বিদ্যালয়ের কুষ্টিয়া জেলার প্রাক্তন শিক্ষার্থীরা।সকালে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে হালসা বাজার প্রদক্ষিণ করেন।তাঁরা আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থনে,আনন্দ-বেদনাকাতর হন।

এরপর বাচ্চা,বউ/স্বামী, বন্ধু ও বান্ধবীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়ে বিজয়ী হয়ে আকর্ষণীয় গিফট উপহার হিসেবে পেয়েছেন।এই মহা-মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা ১৯৯৫ সালের স্যারদের টোকেন অফ লাভ হিসেবে উপহারসামগ্রী দিয়ে স্যারদের সম্মানিত করেন।এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে বন্ধু ও বান্ধবীদের মধ্যে থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে গান পরিবেশন করেন।বিকেলের সময় ফুসকা টাইমে ফুসকা খেয়ে স্কুলের সেই সময়ে তারা ফিরে গিয়েছিলো আনন্দ উচ্ছ্বাসে।সবশেষে র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয় এবং আকর্ষণীয় গিফট নিয়ে ফ্যামিলি সহ সবাই হাসি মুখে স্কুল প্রাংগন ত্যাগ করেন।৩০ বছর পরে একসাথে মিলিত হতে পেরে প্রাক্তন শিক্ষার্থীরা খুবই আবেগ আপ্লূত হয়েছে, একইসাথে সারাদিন তারা খুব আনন্দঘন মুহুর্ত কাটিয়েছে।দিনশেষে বন্ধু বান্ধবীরা মনের প্রশান্তি নিয়ে বাসায় ফেরে।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »