মোঃ রাকিবুজ্জামান রাকিব- দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠন। সংগঠনের উদ্যোগে উপজেলার মোট ৭টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দশমিনা উপজেলার সদর ইউনিয়নে সর্বশেষ পর্বের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের সভাপতি মোঃ রিয়াজ হাওলাদার বলেন,
“শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।