BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে  ধর্ষণ মামলার আসামি র‌্যাব এর হাতে আটক 

মেহেদী হাসান , পটুয়াখালী প্রতিনিধিঃ

 

র‌্যাবের জালে পটুয়াখালীর দুমকীতে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা মামলার পলাতক আসামী দুলাল খন্দকারকে (৩৫) মামলা রুজু হওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে আটক হয়েছে।

রবিবার(১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮(সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানার ফুলঝুঁড়ি এলাকা থেকে দুলালকে আটক করা হয়।

আটক আসামী দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। সে ৩ সন্তানের জনক।

আট মাস আগে ধর্ষণের ঘটনায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির খন্দকারের মেয়ে ভুক্তভোগী সাদিয়া আক্তার (৭ম শ্রেণির শিক্ষার্থী) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুলাল খন্দকারের নামে দুমকী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হলে ঘটনাটি র‌্যাবের নজরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামী দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »